স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ রবিবার রাজ্যের বরিষ্ঠ আইনজীবি পীযুষ কান্তি বিশ্বাসের উপর আক্রমনের ঘটনায় তীর নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছে ভারতীয় জনতা পার্টি৷ পার্টি এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেবার দাবী জানাচ্ছে৷
বিজেপির তরফ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পীযুষ কান্তি বিশ্বাস প্রদেশ কংগ্রেসের দায়িত্বেও রয়েছেন৷ রবিবারের নিন্দনীয় ঘটনার জের ধরে প্রদেশ কংগ্রেস ঘটনার অবাবহিত পর থেকেই ভারতীয় জনতা পার্টি এবং রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টায় নেমেছে৷ এটা কোনভাবেই কাম্য নয়৷
ভারতীয় জনতা পার্টি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং রাজনীতি থেকে এই অপসংস্কৃতি দুরীকরণে বদ্ধ পরিকর৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির রাজা নেতৃত্ব ঘটনা সম্পর্কে পার্টির সিপাহীজলা জেলা কমিটি এবং বিশালগড় মন্ডল কমিটির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায়৷ রাতে পার্টির স্থানীয় নেতৃতের তরফ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তা তর্জমা করে দেখেছেন প্রদেশ নেতৃত্ব৷
এই রিপোর্ট থেকে পরিষ্কার রবিবারের অপ্রীতিকর ঘটনা কংগ্রেসের চিরাচরিত আভান্তরীন কোন্দলের জের৷ এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোন নেতা বা কার্যাকর্তার কোন সম্পর্ক নেই৷ যদিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পার্টির প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহা সহ পার্টির অন্যানা নেতৃবৃন্দ৷ এইদিকে রবিবারের এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় নেমে কংগ্রেস বনধ এর ডাক দিয়েছে৷
প্রদেশ কংগ্রেসের ডাকা এই বন্ধ এর তীর বিরোধীতা করছে ভারতীয় জনতা পার্টি৷ পার্টি রাজ্যবাসীর কাছে আহন জানাচ্ছে যাতে সোমবারের ডাকা এই বন্ধ ব্যর্থ করার জন্য তারা সর্বতোভাবে প্রয়াসী হন৷ সে সঙ্গে রাজা সরকারের কাছেও দাবী জানাচ্ছে জনজীবন স্বাভাবিক ছন্দে রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ যেন গ্রহন করা হয়৷ সে সঙ্গে স্বাভাবিক কর্মকান্ডে কেউ যাতে কোনভাবে ব্যাঘাত সৃষ্টি করতে না পরে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহনের আহ্বান জানানো হচ্ছে৷