এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই।সিপিআইএমের পার্টি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দল।এ ধরনের হিংসাত্মক ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএমের পার্টি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং সিপিএমের নেতা-কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে।
পরপর এসব রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় সিপিআইএমের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।এভাবে হামলা ভাঙচুর চালিয়ে সিপিএমের রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ করা যাবে না বলে দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত থাকলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।শনিবার গভীর রাতে সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে চলেছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।