স্টাফ রিপোর্টার, বক্সনগর, ১৭ জানুয়ারি।। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বক্সনগর পঞ্চায়েত সমিতির হল ঘরে। সম্মেলনে জেলার ৪৩জন কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মী অংশ গ্রহণ করেন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন এর সর্বভারতীয় সম্পাদক প্রনব সরকার। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী কমিটির সহ সম্পাদক উদয়ন চৌধুরী। প্রতিবেদনের উপর ৪জন প্রতিনিধি গঠনমুলক আলোচনা করেন। সম্মেলনে প্রনব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দও।
বিশিষ্ট সমাজ সেবক দেবব্রত ভট্টাচার্য, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম। সম্মেলনের সভাপতি মণ্ডলীতে ছিলেন সাদেক মিয়া ও মাহাবুব আলম। সম্মেলন শেষে বিশালগর মহকুমা কমিটি ঘোষণা হয়। কমিটির সম্পাদক তাজুল ইসলাম ও সভাপতি মান্নান হক। সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক টুটন চৌধুরী ও সভাপতি সঞ্জয় আচার্য।
এছাড়া সংগঠনের জেলার ১১জনের কমিটির নাম ঘোষণা করেন সর্বভারতীয় সম্পাদক প্রনব সরকার। সিপাহিজলা জেলা সভাপতি সাদেক মিয়া ও সহ সভাপতি মমিনুলহক, সম্পাদক উদয়ন চৌধুরী, সহ সম্পাদক এলিয়াজ হোসেন, কোষাধ্যক্ষ শতদল আচার্য। মাহাবুব আলম ও প্রভাত ঘোষ এবং তাজুল ইসলামকে জেলার উপদেষ্টা নিয়োগ করেন এবং সিপাহীজলা জেলা কমিটির জন্য বিকাশ ধরকে পর্যবেক্ষক নিয়োগ করে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয়।