অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ওয়েবসাইটে দেওয়া ভুল তথ্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়। যেখানে সত্যজিৎ রায়ের সঙ্গে গুলিয়ে ফেলা হয় আরবাজ খানকে।
সাইটে সত্যজিতের ‘সোনার কেল্লা’ ছবির সারাংশ হিসেবে তুলে ধরা হয় সালমান খান অভিনীত ‘দাবাং’ ছবির গল্প। বলা হচ্ছে, ১৯৭৪ সালের ছবি ‘সোনার কেল্লা’র প্রযোজনায় ছিলেন আরবাজ খান, মালাইকা আরোরা ও ধিলিন মেহ্তা
গল্পের সারাংশ হিসেবে লেখা, ‘সোনার কেল্লা’ ছবির কেন্দ্রবিন্দু চুলবুল পাণ্ডে। রসিক, নির্ভীক ও একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত এক পুলিশ কর্মকর্তা। সৎ বাবা ও সৎ ভাই মকখির সঙ্গে তার সম্পর্ক খারাপ। কিছু ঘটনাপ্রবাহ বিবেক নাড়া দেওয়ার পর তার জীবন পালটে যেতে শুরু করে।‘দাবাং’ ছবিতে চুলবুল পাণ্ডে চরিত্রে অভিনয় করেন সালমান।
এমন ভুল নিয়ে তোলপাড় হওয়াই স্বাভাবিক। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের প্রথম ছবি ‘সোনার কেল্লা’ নিয়ে এমনিতেই মানুষের মনে আবেগ রয়েছে, তার ওপরে বলিউড ব্লকবাস্টার ‘দাবাং’-এর সঙ্গে অদলবদল করে ফেলায় সেটা নিয়ে চর্চার শেষ নেই নেট দুনিয়ায়।
অনেকেই আইএফএফআই-এর ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।অবশ্য শনিবার রাতে ভুল শুধরে নিয়ে টুইটারে ক্ষমা চেয়েছেন আইএফএফআই কর্তৃপক্ষ।
তাদের ভাষ্য, “আইএফএফআই ফিল্ম গাইডে উল্লিখিত ‘সোনার কেল্লা’ ছবির ভুল তথ্যের জন্য আমরা ক্ষমা চাইছি। অজ্ঞাতসারে এই ভুলটি হয়েছে। যথাযথভাবে সংশোধনও করা হয়েছে। আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী।আইএফএফআই-র ৫১তম আসরে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে সম্মান জানানোর জন্য ‘পথের পাঁচালী’, ‘চারুলতা’, ‘ঘরে বাইরে’ ও ‘শতরঞ্জ কে খিলাড়ি’র মতো বিখ্যাত ছবির প্রদর্শনী হবে।