অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।রাসেল ক্রো অভিনীত ওয়ার-ড্রামা ‘মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড’ মুক্তি পায় ২০০৩ সালে। রবিবার হঠাৎ করেই সেই সিনেমাটি অনলাইনে আলোচনার বিষয় হিসেবে দাঁড়ায়। এমনকি অভিনেতা নিজেও মন্তব্য না করে থাকতে পারেননি।ভ্যারাইটি জানায়, ছবিটি নিয়ে এক টুইটার ব্যবহারকারীর মন্তব্য ছিল ‘ঘুমপাড়ানি’।এরপরই শুরু হয় তর্ক-বিতর্ক।
ওই টুইট বার্তায় বলা হয়, অনেকেই অভিযোগ করছেন মহামারির সময়ে ঠিকমতো ঘুম হচ্ছে না। আমি তাদের জন্য রাসেল ক্রো’র ‘মাস্টার অ্যান্ড কমান্ডার’ সুপারিশ করছি।
আরেক টুইটার ব্যবহারকারী বলেন, তিনি কখনো এই সিনেমা টানা দশ মিনিট দেখতে পারেননি। ঘুম চলে আসার জন্য ধন্যবাদ জানান অভিনেতাকে। ট্যাগ করা হয় হলিউড তারকাকে।
রাসেল ক্রো খুব দ্রুতই প্রতিক্রিয়া জানান। তার মতে, এখনকার বাচ্চাদের সমস্যা হলো তাদের কোনো বিষয়ে মনোযোগ নেই।এর পর ‘মাস্টার অ্যান্ড কমান্ডার’-এর পরিচালক পিটার উইয়ারের প্রশংসা করেন।
জানান, সাম্রাজ্য ও তার বিশ্বস্তদের নিয়ে বিশদ বিবরণ নির্ভর ছবি এটি। সঙ্গে অভিনয়, চিত্রগ্রহণ ও সংগীতের প্রশংসা করেন। এটাও উল্লেখ করেন, এটি প্রাপ্ত বয়স্কদের ছবি।এ সুযোগে অনেকেই বিখ্যাত ছবিটি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। যেমন; অভিনেতা জশ গাড বলেন, একটি নিখুঁত ছবি।
‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডারভার্স’ পরিচালক পিটার রামসে’র মতে, মন্তব্যকারী একজন নির্বোধ। পরিচালক পিটার উইয়ার একজন ঈশ্বর। সিনেমাটি অসাধারণ। রাসেল ক্রোর অভিনয়ও।
মুক্তির পরপরই ‘মাস্টার অ্যান্ড কমান্ডার’ ভীষণভাবে প্রশংসিত হয়। ২০০৪ সালে ৭৪তম অস্কারের আসরে ১০ বিভাগে মনোনয়ন লাভ করে। এর মধ্যে সেরা ছবি ও সেরা পরিচালক ছিল। তবে জেতে সেরা চিত্রগ্রহণ ও সংগীত সম্পাদনার পুরস্কার।