শিলছড়া বৌদ্ধ ওয়াটার ফলস নিয়ে পেঁচারথলে মুখ্যমন্ত্রীর সভা

স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ১৮ জানুয়ারি।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ পেঁচারথলে বন দপ্তরের অতিথি নিবাসে শিলছড়া বৌদ্ধ ওয়াটার ফলসকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে এক পর্যালোচনা সভায় মিলিত হন৷ সভায় ঊনকোটি জেলার জেলাশাসক তাপস রায়, পুলিশ সুুপার রতিরঞ্জন দেবনাথ, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী ও পেঁচারথলের বিডিও শ্যামজয় জমাতিয়া উপস্থিত ছিলেন৷

সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পেঁচারথল ব্লকের আন্দারছড়া এডিসি ভিলেজের শীলছড়া বৌদ্ধ ওয়াটার ফলস এলাকা এবং তৎসংলগ এলাকায় পর্যটন কেন্দ্র তৈরীর অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেন৷ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতবছর শীলছড়ায় ওয়াটার ফলস পরিদর্শন করেছিলেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ৷ সেই সময় এই ওয়াটার ফলস এর নামাকরণ করা হয়েছিল ‘বৌদ্ধ ওয়াটার ফলস’৷ সেখানে নির্মিয়মান বৌদ্ধ মূর্তির বিষয়েও সভায় আলোচনা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?