টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জানুয়ারি।। রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভা থেকে টিচারদের নিয়মিতকরণের জোরালো দাবি জানানো হয়েছে। অবিলম্বে টেট টিচারদের নিয়মিত করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।এদিনের সাংগঠনিক সভায় টেস্ট টিচারদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাকালে বক্তারা বিগত বামফ্রন্ট সরকারের আমলে টিচারদের ফিক্সড পেতে নিয়োগ করায় তীব্র সমালোচনা করেন।

দেশের অন্যান্য রাজ্যে টেট টিচারদের নিয়মিতভাবেই বেতন ভাতা দেওয়া হচ্ছে বলে তারা উল্লেখ করেন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও টেট টিচারদের নিয়মিত না করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আসাস আর প্রতিশ্রুতিতে এতদিন টেট টিচাররা এতদিন অনুনয়-বিনোনয় চালিয়ে আসছেন।তাদেরকে এখনো পর্যন্ত নিয়মিত না করায় তাদের পরিবার প্রতিপালন করা কষ্টকর হয়ে উঠেছে।রবিবারের সাংগঠনিক সভায় এসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।সাংগঠনিক সভার বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, বিগত বামফ্রন্ট সরকারের আমলে উত্তীর্ণদের ফিক্সড পে তে নিযুক্ত করা হয়েছিল।

বর্তমানে রাজ্যের টেট শিক্ষকের সংখ্যা ৪৬০০।তারা অভিযোগ করে বলেন দেশের কোন রাজ্যে উত্তীর্ণদের ফিক্সড পেতে নিযুক্ত করা হয়নি।ত্রিপুরায় বিগত বামফ্রন্ট সরকার টেট উত্তীর্ণদের ফিক্সড পেতে নিযুক্ত করে তাদের সঙ্গে চরম প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তারা। গোটা দেশে এ ধরনের বঞ্চনার নজির অন্য কোন রাজ্যে নেই বলে তারা উল্লেখ করেন। বামফ্রন্ট সরকারের এই বঞ্চনা থেকে রেহাই পেতে বর্তমানে কর্মরত টিচাররা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত নিয়মিত করা হয়নি। তারা অভিযোগ করে আরো বলেন বর্তমান সরকার রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে টেট উত্তীর্ণ টীচারদের নিয়মিত করবে।

ক্ষমতায় আসার পর প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চলেছে। এখনো পর্যন্ত টেট উত্তীর্ণ টিচারদের নিয়মিত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি বর্তমান সরকার।টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যের শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে।মৌখিক আশ্বাসও আর প্রতিশ্রুতি ছাড়া এখনো পর্যন্ত তাদেরকে নিয়মিত বেতন-ভাতা প্রদানের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ফলে টেট উত্তীর্ণ শিক্ষকরা চরম হতাশায় ভুগছে।অবিলম্বে তাদেরকে নিয়মিত বেতন ভাতা প্রদান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?