অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।অ্যানফিল্ডে রবিবার লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই গোলশূন্য স্কোরে শেষ হয়েছে।১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার উপরে ইউনাইটেড। ১৭ ম্যাচে দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩৫।ইউনাইটেডের সমান ১৮ ম্যাচে সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি।
৩৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল লিগে আগের ১১ ম্যাচে অপরাজিত ইউনাইটেড। শেষ ১২ ম্যাচে তারা জিতেছে ৯টি, ড্র তিনটি।অন্যদিকে চার ম্যাচ ধরে জয়শূন্য লিভারপুল, এক হার ও তিন ড্র। শেষ তিন ম্যাচে জালের দেখা পেল না তারা।
এদিন বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষক দাভিদ দে হেয়ার তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি ফিরমিনো-সালাহ-মানেকে নিয়ে সাজানো লিভারপুলের আক্রমণভাগ।
সপ্তদশ মিনিটে রবের্তো ফিরমিনোর শট পোস্টের বাইরে যায়। তিন মিনিট পর জেরদান শাচিরির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে যায়। একটু পর ফিরমিনোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হওয়ার পর মোহামেদ সালাহর ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
আগের রাউন্ডে বার্নলির মাঠ থেকে কষ্টের জয় নিয়ে ফেরা ইউনাইটেড দ্বিতীয়ার্ধে কিছুটা ওপরে উঠে খেলে। কিন্তু র্যাশফোর্ড-মার্সিয়ালরা লিভারপুলের ডি-বক্সে সুবিধা করতে পারেনি।এভাবে বাকিটা সময় পার হয়ে যায়।