বার্তা সংস্থা এএফপি জানায়, ৩৫ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট মুসেভিনির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক পপ স্টার ববি ওয়াইন। স্বৈরাচার হটানোর আন্দোলনে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
নির্বাচন কমিশন জানায়, ৭৬ বছর বয়সী প্রেসিডেন্ট মুসেভিনি ৫৮.৬ শতাংশ ভোট পেয়েছেন। ৩৮ বছরের ববি ওয়াইন পেয়েছেন ৩৪.৮ শতাংশ ভোট।নির্বাচনে বড় ধরনের জালিয়াতির অভিযোগ ববি ওয়াইন। নির্বাচনের দিন তাকে ঘর থেকে বের হতে দেয়নি নিরাপত্তা বাহিনী।
সাবেক এই পপ গায়ক বলেন, ‘আমার বাড়ি থেকে কেউ বের হতে পারেনি এমনকি ঢুকতেও পারেনি। স্থানীয় ও আন্তর্জাতিক সকল সাংবাদিকদেরও আমার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।’
বিরোধীদলীয় প্রার্থী ববি বলেন, ‘নির্বাচনে অনিয়ম করতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ও আমার স্ত্রীর ফোন নম্বরসহ আমাদের কয়েকটি ফোন নম্বর অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’
তিনি ও তার স্ত্রী প্রাণ ঝুঁকিতেও আছেন বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচন ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সহিংসপূর্ণ। নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন ৫০ জনের বেশি।
১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন মুসেভিনি। বিশ্বের সবচেয়ে পুরোনো পাঁচ শাসকের একজন তিনি। কম্বোডিয়ার হুন সেন ছাড়া এই তালিকার বাকি চারজনই আফ্রিকার—উগান্ডার আশপাশের দেশের।