দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যখন রাজ্যে ঘটা করে পুলিশ সপ্তাহ পালন করা হচ্ছে তখন রাজধানী শহরের একাংশে পুলিশের সামনেই প্রকাশ্য দিবালোকে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী একের পর এক ফ্যাসিস্টসুলভ আক্রমণ চালিয়েছে। একজন মহিলা সংসদ সদস্যার বাসভবনে আক্রমণ সংগঠিত করেছে। ২০১৮ সালের ৩রা মার্চ দুপুর থেকে বি জে পি যে ফ্যাসিস্টসুলভ আক্রমণ শুরু করে আজ ৩৪ মাস পরও তার বিরাম নেই। রাজ্যে গণতন্ত্রের কোন অস্তিত্ব নেই। আইনের শাসনের কোন অস্তিত্ব নেই। এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি খেলাপ, অনাচার, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ স্তব্দ করতে পরিকল্পিতভাবে এই হিং আক্রমণ চালানো হচ্ছে।
পুলিশ তার ওপর ন্যস্ত দায়িত্ব পালন না করে আক্রমণকারীদের হিংস্র আক্রমণ চালাতে কার্যত উৎসাহিত করছে। বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আক্রান্তদের সাথে সাক্ষাতে পর্যস্ত দুর্বৃত্তরা বাধা দেয়, আর পুলিশ নিষ্ক্রীয় থাকে। গণতন্ত্রে বিশ্বাসী সমস্ত অংশের মানুষকে এক্যবদ্ধ ভাবে প্রতিবাদী হতে এবং পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করতে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী আহ্বান জানাচ্ছে।