বাধারঘাটে আক্রান্ত বাম সাংসদ, পার্টি অফিসে হামলা- ভাংচুর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জানুয়ারি।। শাসক দল বি জে পির দুর্বৃত্ত বাহিনীর ফ্যাসিস্টসুলভ তান্ডব সি পি আই (এম) রাজ্য কমিটির সদস্যা তথা গণতান্ত্রিক মহিলা সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্যের ওপর দৈহিক আক্রমণের চেষ্টা ও তার সরকারি দেহরক্ষীকে আক্রমণ করে গুরুতর আহত করা, সাংসদের বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম। প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরীর ওপর আক্রমণ এবং তার সরকারী দেহরক্ষীকে প্রচন্ড মারধর, মহকুমা অফিসের গেট ভেঙ্গে তান্ডব, পার্টির গাড়ি ভাঙচুর, গেটের চাবি ছিনতাই, বাধারঘাটে পার্টির অরুন্ধুতিনগর অঞ্চল কমিটি অফিসে আক্রমণ, আইনজীবী রাজেশ সরকার এবং বেশ কয়েকজন বামপন্থী যুব কর্মীকে আক্রমণের তীন্র নিন্দা ও প্রতিবাদ করছে সিপি আই এএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী।

দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যখন রাজ্যে ঘটা করে পুলিশ সপ্তাহ পালন করা হচ্ছে তখন রাজধানী শহরের একাংশে পুলিশের সামনেই প্রকাশ্য দিবালোকে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী একের পর এক ফ্যাসিস্টসুলভ আক্রমণ চালিয়েছে। একজন মহিলা সংসদ সদস্যার বাসভবনে আক্রমণ সংগঠিত করেছে। ২০১৮ সালের ৩রা মার্চ দুপুর থেকে বি জে পি যে ফ্যাসিস্টসুলভ আক্রমণ শুরু করে আজ ৩৪ মাস পরও তার বিরাম নেই। রাজ্যে গণতন্ত্রের কোন অস্তিত্ব নেই। আইনের শাসনের কোন অস্তিত্ব নেই। এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি খেলাপ, অনাচার, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ স্তব্দ করতে পরিকল্পিতভাবে এই হিং আক্রমণ চালানো হচ্ছে।

পুলিশ তার ওপর ন্যস্ত দায়িত্ব পালন না করে আক্রমণকারীদের হিংস্র আক্রমণ চালাতে কার্যত উৎসাহিত করছে। বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আক্রান্তদের সাথে সাক্ষাতে পর্যস্ত দুর্বৃত্তরা বাধা দেয়, আর পুলিশ নিষ্ক্রীয় থাকে। গণতন্ত্রে বিশ্বাসী সমস্ত অংশের মানুষকে এক্যবদ্ধ ভাবে প্রতিবাদী হতে এবং পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করতে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী আহ্বান জানাচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?