অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।‘আক্রমণাত্মক’ ইন্টার মিলানের কাছে সান সিরোয় রবিবার রাতে সেরি আয় ২-০ ব্যবধানে হেরেছে জুভেন্তাস।
লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইন্টার। টানা তিন জয়ের পর হারল ৯ আসরের চ্যাম্পিয়ন জুভেন্তাস।
এদিন ১১তম মিনিটে রোনালদো কাছ থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি জুভেন্তাস।
পরের মিনিটেই ইন্টারকে এগিয়ে নেন মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে দলটিতে যোগ দেওয়া ভিদাল। ডান দিক থেকে বারেল্লার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে বল জালে পাঠান চিলিয়ান এই মিডফিল্ডার।আক্রমণে আধিপত্য ধরে রেখে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার বারেল্লা।
বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। চার বছর পর জুভেন্তাসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।
১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ফিওরেন্তিনাকে ৬-০ গোলে হারানো নাপোলি।এক ম্যাচ বেশি খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে চারে রোমা।
১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আগের মতো পাঁচে আছে জুভেন্তাস।