তাঁর বয়স যে ৫১ তা তাঁকে দেখে কখনই কারোর মনে হয় না। তা আরও একবার প্রমাণ করল জেনিফার। আপাতত তাতেই বুঁদ হয়ে রয়েছেন নেটিজেনরা। সৌজন্যে তাঁর নতুন মিউজিক ভিডিয়ো ‘ইন দ্য মর্নিং’। ১৬ জানুয়ারি, শনিবার মুক্তি পেয়েছে তাঁর এই মিউজিক ভিডিওটি। যেখানে শরীরী সৌন্দর্যে ঝড় তুলেছেন পঞ্চাশোর্ধ জেনিফার।
সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজের একটি মিউজিক ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে তুফান তুলেছে। ভিডিওটি পোস্ট করার মাত্র তিনদিনের মধ্যেই ভিউ খালি একটা হ্যান্ডেলের ভিডিওতেই প্রায় পঞ্চাশ লক্ষ। ভিডিওতে তিনি নিজেই রয়েছেন। এই ভিডিওতে তিনি নগ্ন অর্থাৎ ন্যুড। ভিডিওর বেশ কিছু অংশে তাঁর শরীরে সুতোর ছিটেমাত্রও নেই। খালি পিঠে পরীর মতো ডানা লেগে আছে। এই ভিডিও শেয়ার করে জেনিফার যা লিখেছেন তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমি তোমাকে আরও বেশি ভালোবাসি, যতটা না আমি নিজেকে ভালোবাসি।
আমি খুব উচ্ছ্বসিত তোমরা আমার নতুন ভিডিও ইন দ্য মর্নিং দেখবে বলে। এতে ডার্ক একপেশে ভালোবাসার রূপক ভিডিও। আর এই অনুভূতি এটাই প্রমাণ করে যে তুমি কাউকেই বদলাতে না পার, পারো শুধু নিজেকে বদলাতে। নিজের ডানা মেলুন সেই মানুষ বা সেই জায়গা থেকে সরে যান যেখানে আপনার কোনও মর্যাদা নেই।‘ ইনস্টাগ্রাম, ফেসবুক, ট্যুইটার সব হ্যান্ডেলই মাত্রা ছাড়া জনপ্রিয় হয়েছে এই ভিডিওটি।