নিয়ম অনুযায়ী, বিসিসিআই স্বীকৃত সিনিয়র ক্রিকেটে আত্মপ্রকাশ করায় শচীনের ছেলে আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন। শুক্রবার হরিয়ানার বিপক্ষে মুম্বইয়ের প্রথম একাদশে সুযোগ করে নেন অর্জুন। ২১ বছর বয়সী বাঁহাতি পেসারের মনে রাখার মতো অভিষেক হয়নি। তবে অর্জুন আইপিএলের নিলামে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়ে গেছেন।
প্রথম ম্যাচে ৩ ওভার বল করে ৩৪ রান খরচ করেন অর্জুন। যদিও চৈতন্য বিষ্ণোইয়ের উইকেটটি তুলে নেন তিনি। ব্যাট হাতে উইকেটে গেলেও কোনো বল খেলার সুযোগ হয়নি তার। নেমেছিলেন শেষ ব্যাটার হিসেবে।
আইপিএলে দল পাওয়া অবশ্য শচীনপুত্রের জন্য সহজ হবে না। ঘরোয়া ক্রিকেটে তার প্রতিদ্বন্দ্বী নেহাত কম নেই। তবে বাঁ-হাতি পেসার হওয়ায় কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে তার প্রতি আগ্রহ দেখাতেই পারে।
১১ ফেব্রুয়ারি বিসিসিআই এ বছরের আইপিএল নিলামের আয়োজন করবে বলে খবর। মুস্তাক আলি ট্রফিতে মাঠে নামার সুযোগ না হলে জুনিয়র টেন্ডুলকরের পক্ষে এ বছর নিলামে নাম নথিভুক্ত করার ছাড়পত্র পাওয়া সম্ভব হতো না।যদি এ বছর কোনো দল নাও পান, তবে পরের বছর মেগা নিলামে কোনো না কোনো দলে জায়গা পেতেই পারেন অর্জুন।