অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।সর্বপ্রথম টিকা অনুমোদন। সর্বপ্রথম টিকাদান। করোনা প্রতিরোধে এগিয়ে থাকা যুক্তরাজ্য এখন টিকার দ্বিতীয় ডোজ দিতে যাচ্ছে নাগরিকদের।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, অধিক ঝুঁকিতে থাকা পঞ্চাশোর্ধ মানুষেরা শুরুতে দ্বিতীয় ডোজ পাবেন বলে ভ্যাকসিন ডেভেলপমেন্ট মন্ত্রী নাদিম জাহাভি জানিয়েছেন।
সোমবার টাইমস রেডিওকে তিনি জানান, শিক্ষক, পুলিশ কর্মকর্তা, দোকানকর্মীরা সবার আগে দ্বিতীয় ডোজ পাবেন। কারণ কাজের কারণে তারাই সবচেয়ে বেশি মানুষের সংস্পর্শে আছেন। ফলে তাদের টপ লিস্টে রাখা হয়েছে।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন বা স্ট্রেইনের সংক্রমণ দেখা দিলে হাসপাতালে চাপ বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে, বন্ধ রাখা হয়ে স্কুল।
সংক্রমণ মোকাবিলায় টিকা কর্মসূচি জোরদার করেছে ব্রিটিশ সরকার। ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এবং মডার্নার টিকা অনুমোদন পায়। তিনটি টিকাই মানুষকে দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত দেশটিতে ৮৯ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আর শনাক্ত হয়েছে মোট ৩৩ লাখ ৯৫ হাজার।