অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। মহিলা অফিসারকে হুমকি দিতে দেখা গেল এক কংগ্রেস বিধায়ককে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, কংগ্রেস বিধায়ক হর্ষবিজয় গেহলত সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কামিনী ঠাকুরকে রীতিমতো হুমকি দিচ্ছেন।
বিধায়ক হর্ষবিজয় বলছেন, আপনি মহিলা। আপনি যদি পুরুষ হতেন তবে আপনাকে ঘাড় ধরে স্মারকলিপি নিতে বাধ্য করতাম। উল্লেখ্য রবিবার মধ্যপ্রদেশের রতলাম জেলার সাইলানা শহরে কংগ্রেস ট্রাক্টর মিছিল বের করে।
দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সমর্থন জানাতে ওই মিছিল করা হয়। মিছিলের পর বিধায়কের নেতৃত্বে কিছু লোক সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসে যায়। বিধায়কের নেতৃত্বে এক প্রতিনিধি দল সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে স্মারকলিপি দিতে যান। তখনই ওই মহিলা মহিলা অফিসারকে হুমকি দেন কংগ্রেস বিধায়ক।
উল্লেখ্য, মধ্যপ্রদেশে মহিলাদের প্রতি একের পর এক অত্যাচার, নির্যাতন ও অসম্মানের ঘটনা সামনে আসছে। কয়েকদিন আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সজ্জন সিং বলেন, ১৫ বছর বয়সেই মেয়েরা সন্তানের জন্ম দিতে পারে। তাহলে তাদের বিবাহের বয়স ১৮ থেকে ২১ করা হচ্ছে কেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছিলেন, মেয়েদের বিবাহের নূন্যতম বয়স বাড়ানো নিয়ে জাতীয় বিতর্ক হতেই পারে। যদিও মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি তোলায় প্রাক্তন মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে বিজেপি দাবি করে।
কয়েকদিন আগে মধ্যপ্রদেশের উমরিয়া জেলায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে নয়জন যুবক মিলে গণধর্ষণ করে। মধ্যপ্রদেশে এভাবে মহিলাদের উপর একের পর এক অত্যাচার ও নির্যাতনের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর মানুষের ক্ষোভ জন্মেছে। যদিও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলেছেন, তাঁর সরকার মহিলাদের উপর এ ধরনের ঘৃণ্য আচরণ রুখতে সব ধরনের ব্যবস্থা নেবে।