স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জানুয়ারি।। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য শাসন থেকে ভারত ইউনিয়নে ত্রিপুরার যোগদান এবং পরবর্তী সময়ে পূর্ণরাজ্যের স্বীক’তি এরাজ্যের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়৷ উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর যে সর্বাত্মক উদ্যোগ জারি রয়েছে ত্রিপুরাও এর থেকে আলাদা নয়৷ ত্রিপুরা সহ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির মধ্য দিয়েই ক’ষি ও শিল্পের বিকাশ ঘটছে৷
রাজ্যের নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল রাজ্য হিসাবে গড়ে তোলাই হোক পূর্ণরাজ্য দিবসের অঙ্গীকার৷ জনকল্যাণে সকলকে সাথে নিয়ে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাবার লক্ষ্যে রাজ্য সরকার যে দিশায় কাজ করে চলেছে যথাযথভাবে তাকে কার্যকর করার দায়িত্ব প্রতিটি রাজ্যবাসীর৷ আমি আজকের এই দিনে রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সকল রাজ্যবাসীর সুুখ, স্বাচ্ছন্দ্য ও সুুস্থতা কামনা করছি৷