নিহত লিটন নাথের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জানুয়ারি।। সন্ত্রাসবাদীদের হাতে নিহত লিটন নাথের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার৷ আজ সন্ধ্যায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷ উপমুখ্যমন্ত্রী জানান, মানুষের জীবন টাকা দিয়ে মাপা যায় না৷ সরকার আপাতত লিটন নাথের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সহায়তা করছে৷ সরকার এই পরিবারের পাশে থাকবে৷ আগামীদিনে লিটন নাথের পরিবারের জন্য কি কি করা যায় তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করবে৷ তিনি বলেন, সন্ত্রাসবাদীদের হাতে লিটন নাথের মর্মান্তিক মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা৷

এভাবে যারা রাজ্যের শান্তি ও সম্পীতির পরিবেশ নষ্ট করতে চাইছে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে৷ তিনি বলেন, শান্তি বিঘিত হলে উন্নয়ন বিঘিত হয়৷ এ ধরণের ঘটনা যাতে আর না হয় সেজন্য সরকার কঠোর পদক্ষেপ নেবে৷ এই ঘটনার সাথে যুক্ত চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ উল্লেখ্য, লিটন নাথ গত ২৭ নভেম্বর দামছড়ার বিরকুমার রিয়াং পাড়া থেকে অপহৃত হন৷ গত ১৫ জানুয়ারি অপহৃত লিটন নাথের মৃতদেহ উদ্ধার করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?