অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। গত এক বছরে করোনা পরিস্থিতির জন্য দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। অর্থনীতির এই টালমাটাল অবস্থার মধ্যেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছে ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস। এই প্রকল্পের ইকুইটি ও ডেট দু’টি প্রকল্পেই দুই অঙ্কের রিটার্ন এসেছে।
টিয়ার ওয়ান এবং টিয়ার টু দুই ধরনের অ্যাকাউন্টেই যথেষ্ট পরিমাণে রিটার্ন পাওয়া গিয়েছে। এরই মধ্যে এই প্রকল্পের শেয়ার সূচকও এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ফলে এনপিএস-এর স্কিম-ই তে রিটার্ন এসেছে ২২ শতাংশ পর্যন্ত। জানা গিয়েছে, গত একবছরে এইচডিএফসি পেনশন ফান্ডের অ্যাকাউন্টে রিটার্ন পাওয়া গিয়েছে ২১.৭৭ শতাংশ। আইসিআইসিআই প্রুডেনশিয়াল ফান্ডে পাওয়া গিয়েছে ২০.৫০ শতাংশ। আদিত্য বিড়লার সানলাইফ রিটার্ন দিয়েছে ২০.৯০ শতাংশ। এলআইসি পেনশন ফান্ড রিটার্ন দিয়েছে ১৭.৯৬ শতাংশ।
এনপিএস-এর টিয়ার টু অ্যাকাউন্ট স্কিম-ই তেও একই রিটার্ন এসেছে। এই প্রকল্পের অধীনে বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ ও তোলার সুযোগ রয়েছে। তবে এনপিএস-এর টিয়ার ওয়ান অ্যাকাউন্টে আমানতকারীর বয়স ৬০ বছর না হওয়া পর্যন্ত টাকা তোলা যায় না। এমনকি এই সময়সীমা ইচ্ছা করলে আরও বাড়ানো যায়। কিন্তু টিয়ার টু অ্যাকাউন্টে কোন লক পিরিয়ড থাকে না।
তবে পর্যবেক্ষকরা মনে করেন, শুধু রিটার্ন দেখেই এনপিএসে বিনিয়োগ করা ঠিক নয়। অবসর নেওয়ার পর যাতে প্রতি মাসে হাতে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আসে সেজন্য এনপিএসে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত। তার রিটার্ন মাঝে মাঝে কমে বাড়ে।