অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। আহত কয়েকশ লোকের চিকিৎসা চলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে সুলাওয়েসি দ্বীপ। আচমকা ভূকম্পনে বিছানা ছেড়ে হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ রিখটার স্কেলের। সাত সেকেন্ড ধরে এটির কম্পন অনুভূত হয়।
মাজেনে শহরে ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূকম্পনের উৎপত্তি। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপটিতে। গুঁড়িয়ে গেছে অনেক ঘরবাড়ি।
সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বাসারনাস) কর্মকর্তা দিদি হামজার এক সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছেন। ৩০০ এরও বেশি মানুষ গুরুতর জখম।
ভূমিকম্পে কয়েকশ ঘরবাড়ি, মার্কেট মল, হাসপাতাল ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে গুঁড়িয়ে গেছে অনেক ঘরবাড়ি।ভূমিকম্পের পর আরও ৩৯টি ভূকম্পন দেখা দেয় দ্বীপটিতে।
ইন্দোনেশিয়ার রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস সোসাইটির প্রধান জ্যান গেলফান্ড জানান, তাদের উদ্ধারকর্মীরা রাতদিন কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘বিধ্বস্ত ভবনের নিচে অনেক মানুষ এখনো আটকে পড়েছে আছে। ফলে প্রতিটি মিনিট খুবই গুরুত্বপূর্ণ। ’
এদিকে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আশ্রয় শিবিরে জড়ো হওয়া মানুষের মধ্যে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে, এ নিয়ে সতর্ক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে অ্যান্টিজেন টেস্টও শুরু করা হয়েছে।