পিসিসি সভাপতির উপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জানুয়ারি।। রবিবার বিশালগড়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাসের উপর আক্রমণের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস উদ্যোগ্যে বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজধানী আগরতলায়। তার পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

পশ্চিম আগরতলা থানার সামনে পুড়ানো হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কুশপুত্তলিকা। যদিও পুলিশ কুশপুত্তলিকা অর্ধেক দাহ হওয়ার পর আগুন নিভিয়ে ফেলে। উল্লেখ্য, রবিবার  সকাল বেলায় ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সিপাহীজলা জেলার বিশালগড় কংগ্রেস ভবনটি খোলার জন্য বিশালগড়ে আসেন। এ কংগ্রেস ভবনটি খোলার জন্য উনি বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক  তাপস কান্তি পাল এবং বিশালগড় থানার ভারপ্রাপ্ত থানার ওসি দেবাশীষ সাহা কে জানিয়েছেন।

সে মোতাবেক বিশালগড় থানার বড়বাবু দেবাশীষ সাহা কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল টিএসআর কর্মী রবিবার সকালে কংগ্রেস ভবনের সামনে মোতায়েন করেন। কিন্তু এই কংগ্রেস ভবন খোলার জন্য যখন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস  আসবেন সে খবর দুষ্কৃতকারীদের কানে যখন পৌঁছে তখন থেকেই প্রচুর পরিমাণে দুষ্কৃতকারীর দল কংগ্রেস ভবনের সামনে জড়ো হতে থাকে এবং কংগ্রেস ভবন খোলার আগ মুহূর্তে কিছু গাড়ি দাঁড় করিয়ে রাখেন যেন কংগ্রেস ভবনে যাওয়ার পূর্বেই পীযূষ কান্তি বিশ্বাস এর উপর হামলা করতে পারে।

সেই সমস্ত ঘটনা গুলি উক্ত স্থানে উপস্থিত থেকে পুলিশ তামাশা দেখছেন তারপরও পুলিশ প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে উক্ত স্থানের ঘটনা গুলি না জানিয়ে পীযূষ কান্তি বিশ্বাসকে বিশালগড় থানা থেকে সোজা বিশালগড় কংগ্রেস ভবন খোলার জন্য নিয়ে আসেন। আর তখনই শুরু হয় উনার উপর রড দিয়ে হামলা একে একে সবাই উনার গায়ের উপর হামলে পড়েন এবং উনার পাশে থাকা গাড়িটিকে অন্যত্র চলে যাওয়ার জন্য জোর করেন কিছু করার মত পরিস্থিতি নেই।

উনার গাড়ির উপর হামলা হচ্ছিল ঠিক সেই সময় উনার চালক গাড়িটিকে পেছনদিকে ঘুরিয়ে সোজা বিশালগড় থানার মধ্যে নিয়ে আসে এবং উনার কনবয়টি আসার পূর্বে অনেক ইটপাটকেল খেয়ে বিশালগড় থানায় আসতে হয়। বিশালগড় থানায় আসার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে উনাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?