আর ঘটনাটি ঘটেছে প্রদেশ বিজেপি -র যুব মোর্চা সভাপতি নবাদল বণিকের নেতৃত্বে। এর পরিপ্রেক্ষিতে আগামী সোমবার ১২ ঘণ্টার বনধ ডাকা দেওয়া হয় প্রদেশ কংগ্রেস কমিটি পক্ষ থেকে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেসের আহবায়ক হরেকৃষ্ণ ভৌমিক। জরুরি পরিষেবা বনধ -এর আওতার বাইরে থাকবে। তিনি আরো বলেন বিজেপির দুষ্কৃতিরা স্লোগান দিয়ে দীর্ঘ ১৫ মিনিট যাবৎ গাড়ি ভাঙচুর করলেও পুলিশ ছিল সম্পূর্ণ নীরব দর্শক। রাজ্যে সম্পূর্ণ একটা কাটমানির এবং তুল্লা বাজির সরকার চলছে। মানুষের নিরাপত্তা নেই বলে দাবি করলেন তিনি। শাসক দলের দুষ্কৃতিদের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। কংগ্রেস স্তম্বিত।
বর্তমান সরকারের আমলে শুধু কংগ্রেস দলের কর্মী-সমর্থকরা আক্রান্ত হন নি। আক্রান্ত হচ্ছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। বিরোধী দলনেতা মানিক সরকারও আক্রান্ত হয়েছেন। সরকারের শরিক দলও আক্রান্ত হচ্ছে। গণতন্ত্র লুণ্ঠিত। আগামী সোমবার বনধ-এ প্রদেশ কংগ্রেস আওয়াজ তুলবে দুষ্কৃতীদের পাশাপাশি আগামী দিনে যাতে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উপর শাসক দলের দুষ্কৃতীরা আক্রমণ না করে। গণতন্ত্র বাঁচাতে অন্যান্য বিরোধী দলগুলির সাথে আলোচনায় বসে চিঠি প্রদান করা হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস মজুমদার, সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা।