অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রবিবার জোড়া গোল করেন জন স্টোনস, অন্য দুটি ইলকাই গিনদোয়ান ও রাহিম স্টার্লিংয়ের।লিগে দলটির এটি টানা পঞ্চম ও সব প্রতিযোগিতা মিলে টানা অষ্টম জয়।
এদিন ২৬তম মিনিটে কেভিন ডে ব্রুইনের গোলমুখে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে প্রথম লক্ষ্যভেদ করেন স্টোনস।সিটির হয়েও ইংলিশ ডিফেন্ডারের এটি প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে কোনাকুনি উঁচু শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান।
স্টোনস ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান ৬৮তম মিনিটে।
৮৮তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে দারুণ বাঁকানো ফ্রি কিকে স্কোরলাইন ৪-০ করেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং।
এই জয়ে ১৭ ম্যাচে সিটির পয়েন্ট হলো ৩৫। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউনাইটেডের সমান ১৮ ম্যাচে সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। ৩৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।
পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শট রাখতে না পারা ক্রিস্টাল প্যালেস ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে।