অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। লাদাখে সীমান্ত নিয়ে ভারত-চিন টানাপোড়েনের মাঝেই এবার সামনে এল নয়া তথ্য। সীমান্ত পেরিয়ে অরুণাচল প্রদেশে ঢুকে আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে চিনা সেনা! উপগ্রহ চিত্রে এই ছবিই উঠে এসেছে।
জানা গিয়েছে, অরুণাচলের সুবনসিরি জেলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আস্ত একটি গ্রাম বানিয়েছে চিনা সেনা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাসরি চু নদীর ধারে তৈরি ওই গ্রামে ১০০টি ঘর বানিয়েছে চিন। প্রকাশিত হয়েছে গত বছর ১ নভেম্বর তোলা একটি উপগ্রহ চিত্র ও ২০১৯ সালের ২৬ অগাস্টে তোলা একটি ছবি।
এই দুই ছবি তুলনা করলেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গত নভেম্বরে তোলা ছবিতে যেখানে সীমান্তের চার কিলোমিটার অন্দরে ওই গ্রামে বাড়ি দেখা গিয়েছে, সেখানে ২০১৯ সালের চবিতে সেই জায়গা ছিল সম্পূর্ণ ফাঁকা।