অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। ধূমপায়ীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম? এমনটাই উঠে আসছে সিএসআইআর তথা কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের রিপোর্টে। পাশাপাশি দেশজুড়ে সমীক্ষার পর তাদের দাবি, ‘ও’ ব্লাড গ্রুপের সংক্রমিত হওয়ার আশঙ্কা কম।
মানুষের শরীরে অ্যান্টিবডির সন্ধান করতে শুরু করে তারা। মোট ১০ হাজার ৪২৭ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। দেখা যায়, এঁদের মধ্যে ১০৫৮ জনের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এদিকে গত বছরই স্বাস্থ্যমন্ত্রক জানায়, ধূমপায়ীদের ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ধূমপায়ীদের সতর্ক হতে বলে স্বাস্থ্যমন্ত্রক। তাঁদের শ্বাসকষ্টের সম্ভাবনা আছে বলেও জানায় সরকার।
কিন্তু সমীক্ষা শেষে উল্টো কথা বলছে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তারা জানাচ্ছে, কোভিডে শ্বাসযন্ত্রের সমস্যা হলে, ধূমপান তার থেকে রক্ষা করবে। সমীক্ষায় দেখা গেছে যে, যাঁরা গণপরিবহন ব্যবহার করেন, নিরাপত্তারক্ষী, গৃহকর্মী, ধূমপায়ী নন এবং আমিষ জাতীয় খাবার খান তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি।
অন্যদিকে যারা নিজের গাড়ি ব্যবহার করছেন, ধূমপায়ীদের এবং নিরামিষাশী, ‘এ’ বা ‘ও’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। ‘B’ এবং ‘AB’ ব্লাড গ্রুপের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি।