স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জানুয়ারি।। দি হিলি আর্টিসানের বাঁশের বোতলের বাণিজ্যিক উৎপাদনের সূচনা হল৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবনে এই বাঁশের বোতলের বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, দেশ বিদেশে রাজ্যের উৎপাদিত এই বাঁশের বোতল আগামীদিনে ত্রিপুরাকে একটা বিশেষ পরিচিতি দেবে৷ এখানকার উৎপাদিত বাঁশের বোতল খুবই উন্নতমানের এবং এটা পরিবেশ বান্ধব৷
এখানকার উৎপাদিত বাঁশের বোতলের দেশ বিদেশে একটা চাহিদা রয়েছে৷ রাজ্যে বাঁশের বোতলের বাণিজ্যিক উৎপাদন শুরু করায় উপমুখ্যমন্ত্রী দি হিলি আর্টিসানের কর্ণধার দুর্বা দেববর্মাকে অভিনন্দন জানান৷ তিনি বলেন, দুর্বা দেববর্মা একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন৷ শ্রীমতি দেববর্মা বাঁশের বোতলের বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি তা বাজারজাতকরারও উদ্যোগ নিয়েছে৷ এই উদ্যোগ প্রশংসনীয়৷