অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে বেশকিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন। যা থেকে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠছে, পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের বালাকোটে যে এয়ার স্ট্রাইক করেছিল, সেই প্রস্তুতির কথা আগে থেকেই জানতেন সরকারের বাইরের কেউ কেউ। ঘটনায় উঠে এসেছে এক সাংবাদিকের নামও।
সেই প্রসঙ্গ টেনে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার একাধিক টুইট করেন ইমরান খান। সেখানে তিনি লেখেন, ‘২০১৯ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আমি বলেছিলাম ফ্যাসিস্ট মোদি সরকার বালাকোট সঙ্কটকে ব্যবহার করে অভ্যন্তরীণ নির্বাচনে ফায়দা তুলছে।
সদ্য সামনে এসেছে মোদি সরকার ও ভারতীয় সংবাদমাধ্যমের ষড়যন্ত্র। গত ১৫ বছর ধরে গোটা বিশ্বে আমাদের বদনাম করা হয়েছে, এখন সব জলের মতো পরিষ্কার’।