ঘরে ঢুকে লক্ষ করেন আলমারির তালা ভেঙ্গে আরমানি থেকে নগদ ৯০০০০ টাকা এবং যাবতীয় সোনা গয়না হাতিয়ে নিয়ে গেছে চোরেরা। সব মিলিয়ে তিন লক্ষাধিক টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করেছে ।তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় লোকজন রায় এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।টিএসআর জওয়ানের স্ত্রী কখন তার বাচ্চাকে নিয়ে প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছে সেদিকে হয়তো নজর রেখে চলেছিল চোরেরা।সুযোগ পেতেই বাড়ির ভেতরে ঢুকে ঘরের দরজা ভেঙ্গে সোনাসহ টাকা-পয়সা হাতিয়ে দিয়ে গেছে। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।