অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩৬৯ রানের জবাবে ভারত ১৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে মাত্র এক টেস্ট খেলা শার্দুল ঠাকুর ও অভিষিক্ত ওয়াশিংটন সুন্দর প্রতিরোধ গড়েন। সপ্তম উইকেটে দুজন যোগ গড়েন ১২৩ রানের জুটি।
শার্দুল ৬৭ ও সুন্দর ৬২ রানের ইনিংস খেলেন। এই দুইয়ের ব্যাটে ভর করে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৩৩৬ রান তুলতে পারে ভারত। শেষ বেলায় দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে। মোট লিড পেয়েছে ৫৪ রানের। আকর্ষণীয় দিনটিতে শেষ ২০ মিনিট মার্কাস হ্যারিস ও ডেভিড ওয়ার্নার ৬ ওভার খেলে দেন নির্বিঘ্নে।
হ্যারিস ১৪ বলে খেলেন মাত্র ১* রান করেছেন। বাকি ২০* রানই এসেছে ওয়ার্নারের ব্যাট থেকে।তৃতীয় দিনটা নিজেদের করা ভারতের সামনে সুযোগ বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার। ম্যাচটা ড্র করলেই চার ম্যাচের সিরিজ ড্র হবে। তাতেই ট্রফিটা থাকবে ভারতের কাছে।
অন্যদিকে ট্রফি ফিরে পেতে হলে ম্যাচটা জিততেই হবে অজিদের, সিরিজ নিশ্চিত করতে হবে ২-১ এ। আপাতত সিরিজে ১-১ সমতা। বৃষ্টিতে দ্বিতীয় দিন পুরো একটি সেশন ভেসে যায়। শেষ দুই দিনেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সব মিলে ভারত রয়েছে সুবিধাজনক অবস্থানে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩৬৯: (লাবুশেন ১০৮, পেইন ৫০) এবং ২১-০
ভারত ৩৩৬: (শার্দুল ৬৭, সুন্দর ৬২; হ্যাজলউড ৫-৫৭)
অস্ট্রেলিয়ার ৫৪ রানের লিড।