লস অ্যাঞ্জেলস এবং আবুধাবি থেকে মেলবোর্নগামী দুটি বিমানের তিনজন ক্রু মেম্বার/কর্মীর শরীরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ মেলায় মেলবোর্ন পৌঁছে আইসোলেশনে প্রবেশ করতে হয়েছে ৪৭ জন প্রতিযোগীকে।
জানা গেছে, লস অ্যাঞ্জেলস থেকে মেলবোর্নগামী বিমানের এক ক্রু মেম্বার ও এক কর্মী এবং আবুধাবি থেকে মেলবোর্নগামী বিমানে এক নন-প্লেয়ার প্যাসেঞ্জার করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসোলেশনে প্রবেশ করা এই দুই বিমানের ৪৭ জন প্রতিযোগীকে ১৪ দিন হোটেলের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। তবে দিনে সর্বোচ্চ ৫ ঘণ্টা কড়া শর্তবিধি মেনে অনুশীলন করার অনুমতি পেয়েছেন তারা।
ভিক্টোরিয়া প্রদেশের স্বাস্থ্য দপ্তর সূত্রে দেওয়া এক বিবৃতিতে পরো বিষয়টি জানানো হয়েছে।সম্প্রতি জোড়া করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর অবশেষে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে জাপানি তারকা কেই নিশিকোরির। তিনিও এদিন পৌঁছেছেন মেলবোর্নে।
২০১২ এবং ২০১৩ রড লেভার এরিনায় মহিলা এককের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ২০১৪ পুরুষ এককের চ্যাম্পিয়ন স্টান ওয়ারিঙ্কা প্রথম দুই প্লেয়ার হিসেবে মেলবোর্নে পৌঁছে কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন শনিবার।
টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টেলর জানিয়েছেন, ‘আমরা ওই বিমানে থাকা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি প্রতিনিয়ত। তাদের প্রয়োজন এবং চাহিদাগুলো আমরা নিশ্চিত করতে চাই। যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি রইল। ওদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।’ ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।