দারফুরে গোত্রীয় সংঘাতে ৪৮ জন নিহত

অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারি।। সুদানের দারফুরের অঞ্চলে গোত্রীয় সংঘাতে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে আলজাজিরা রবিবার সুদান নিউজ এজেন্সি জানায়, পশ্চিম দারফুর প্রদেশের আল-জেনেইনায় সশস্ত্র হামলায় গতকাল ৪৮ জন মারা গেছেন। আহত হয়েছেন ৯৭ জন।

আরব নোমাডস গোত্রের ওপর মাসালিত গোত্রের হামলা চালানোর মধ্য দিয়ে এ সংঘাত শুরু হয়। দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের শান্তি মিশন সমাপ্তি ঘোষণার দুই সপ্তাহে পর এ ঘটনা ঘটল।

সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্ত হলে এ সংঘাত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঘরবাড়িসহ কয়েকটি ভবন পুড়িয়ে দেওয়া হয়।জাতিসংঘ সূত্র মতে, ২০০৩ সাল থেকে রক্তক্ষয়ী সংঘাতের অঞ্চল হয়ে উঠে দারফুর। যেখানে ৩ লাখের মতো মানুষ মারা যায় এবং ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

আরব গোষ্ঠী নিয়ন্ত্রিত খার্তুম সরকারের বিরুদ্ধে নৃতাত্ত্বিক গোত্রগুলোর বিদ্রোহ থেকে এ সংঘাতের সূচনা। দারফুরে সরকারি পৃষ্ঠপোষকতার কুখ্যাত সশস্ত্র গোষ্ঠীর নৃশংসতা আলোচনায় আসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?