এনডিটিভি, এবিপি লাইভ, সংবাদ প্রতিদিনসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তাণ্ডবের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়ক।
রাম কদম নামে ওই বিজেপি নেতার অভিযোগ, ‘প্রতিটি সিনেমা, ওয়েব সিরিজে হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে। এটা যেন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। সাইফ আলী খানের তাণ্ডব তার সাম্প্রতিকতম উদাহরণ।’
রবিবার ঘাটকাপর পুলিশ স্টেশনে তাণ্ডবের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাম কদম। হিন্দুধর্মের দেব-দেবীদের নিয়ে বিতর্কিত দৃশ্যটি ওয়েব সিরিজ থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
বিজেপি বিধায়কের ভাষ্য, ‘এই দৃশ্যের জন্য ওয়েব সিরিজ নির্মাতাদের ক্ষমা চাইতে হবে। অন্যথায় এই ওয়েব সিরিজ বয়কট করা হবে।’
রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এ সিরিজ নির্মাণ করেন পরিচালক আলী আব্বাস জাফর। এতে সমর প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সাইফ। অনুরাধা কিশোরের ভূমিকায় রয়েছেন ডিম্পল কাপাডিয়া আর শিবা শেখরের চরিত্রে অভিনয় মোহাম্মদ জিশান আইয়ুব। মূলত আইয়ুবের অভিনয় করা একটি দৃশ্য নিয়েই আপত্তি গেরুয়া শিবিরের।
সিরিজে দেখা যায়, কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে অভিনয় করছেন আইয়ুব। সেখানে এক চরিত্রকে বলতে শোনা যায় যে, রামের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে এ নিয়ে শিবের কিছু করা উচিত। ব্যঙ্গাত্মক এই নাটকে শিব হিসেবে অকথ্য ভাষার উচ্চারণ করেন আইয়ুব।
এদিকে তাণ্ডবের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছেন বিজেপি এমপি মনোজ কাটাক। তার দাবি, ওটিটি প্ল্যাটফর্মে যা ইচ্ছে তাই দেখানো হচ্ছে, তাই দ্রুত এই প্ল্যাটফর্মের জন্য নিয়ন্ত্রণবিধি আনা প্রয়োজন।