শুক্রবার রাতে জানা যায়, কেন্দ্রের অ্যাপ ‘কোউইন’ নিয়ে একাধিক সমস্যা দেখা দিয়েছে। সেজন্য শনিবার মহারাষ্ট্রে টিকাকরণ শুরু হতে দেরি হয়। ওই অ্যাপ পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত সোমবার পর্যন্ত মহারাষ্ট্রের আর টিকাকরণ হবে না। উল্লেখ্য, শনিবার গোটা দেশে ৩০০০ টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। দিল্লিতে মণীশ কুমার নামে এক সাফাই কর্মী দেশের প্রথম মানুষ হিসেবে টিকা নেন। প্রথম দিন অবশ্য টিকা দেওয়ার নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হয়নি।
সরকার ঘোষণা করেছিল, প্রথম দিন তিন লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, মাত্র ১ লক্ষ ৯১ হাজার মানুষ টিকা নিয়েছেন। কম সংখ্যক মানুষ টিকা নিয়েছেন এর কারণ কী? এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, অনেকেই এখনও টিকা নিয়ে ঠিক ভরসা পাচ্ছেন না। বিশেষ করে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন নিয়ে অনেকেই ধন্দে রয়েছেন। সে কারণেই অনেকেই টিকাকরণ শিবিরে এলেও টিকা নেননি।
যদিও কেন্দ্রের পক্ষ থেকে মানুষকে অযথা আতঙ্কে না ভুগতে বারণ করা হয়েছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বারবার মানুষকে জানিয়েছে, কোভ্যাকসিন যথেষ্টই সুরক্ষিত ও নিরাপদ। সবকিছু ভেবেচিন্তেই এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাই টিকা নিলে কোন সমস্যা হবে না।