স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জানুয়ারি।। ৫ দফা দাবির ভিত্তিতে শনিবার সাংবাদিক সম্মেলন করল আমরা বাঙালি রাজ্য কমিটি। আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান লিটন নাথ হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে বাকিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিহত লিটন নাথের পরিবারকে এককালীন ২০ লক্ষ টাকা ও সরকারী চাকুরী প্রদান করা, প্রত্যন্ত এলাকাগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা।
পানিসাগর গুলি কান্ডে যারা যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি প্রদান করার দাবি জানায় আমরা বাঙালি রাজ্য কমিটি। বহু পরিবার উদ্বাস্তু হয়েছে। তাদের ক্ষতি পূরণ ও নিরাপত্তা দিয়ে ঘড়ে পাঠানোর ব্যবস্থা করা। দাবি গুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আন্দোলনে নামবে বলে জানান আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল।