দেশের স্টার্ট আপ সংস্থাগুলির জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারি।। করোনা পরিস্থিতির জেরে গোটা বিশ্বেই একাধিক সংস্থা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বিভিন্ন দেশের অর্থনীতির পতন হয়েছে। এরই মধ্যে ভারতীয় স্টার্ট আপ সংস্থাগুলি যথেষ্ট এগিয়ে গিয়েছে। শুধু সংখ্যায় বৃদ্ধি পেয়েছে তাই নয়, পেয়েছে আর্থিক সাফল্য। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সোলার এনার্জি, ডিজিটাল পেমেন্ট প্রায় সব ক্ষেত্রেই ভারতীয় স্টার্ট আপ সংস্থাগুলি উল্লেখযোগ্য কাজ করেছে। ‘স্টার্ট আপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিটে’ বক্তব্য পেশ করতে গিয়ে শনিবার এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন স্টার্ট আপ সংস্থাগুলিকে সাহায্য করতে এক হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন। ভার্চুয়াল পদ্ধতি বা অনলাইনে এই সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে স্টার্ট আপ সংস্থাগুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন বিমস্টেক গোষ্ঠীর দেশগুলির প্রতিনিধিরাও।

এই আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কারণে স্টার্ট আপ সংস্থাগুলি প্রভূত সুবিধা পেয়েছে। আগে এ দেশের যুবসম্প্রদায় চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছুটে যেত। কিন্তু এখন আর তারা চাকরির জন্য কোথাও যান না। বরং নিজেরাই স্টার্ট আপ খোলার ব্যাপারে বেশি আগ্রহী।

এই মুহূর্তে ভারতের ৪১ হাজারের মতো স্টার্ট আপ রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী বলেন, আইটি সেক্টরে আছে ৫৭০০টি, কৃষিক্ষেত্রে ১৭০০টি এবং স্বাস্থ্য ক্ষেত্রে ৩৬০০টি স্টার্ট আপ রয়েছে। এই স্টার্ট আপগুলির জন্য দেশের ব্যবসা-বাণিজ্যের ছবি আমূল পাল্টে গিয়েছে। এক সময় যারা বলত আমরা কেন চাকরি করব না, আজ তারাই পাল্টা বলছেন আমরা চাকরির বদলে স্টার্ট আপ করব।

এরপরই প্রধানমন্ত্রী দেশের স্টার্ট আপ সংস্থা গুলির উন্নতির জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান, আমরা অফ দ্য ইয়ুথ, বাই দ্য ইয়ুথ ফর দ্য  ইয়ুথের উপর ভিত্তি করে নতুন স্টার্ট আপ সিস্টেম তৈরি করব। এজন্য স্টার্ট আপ ইন্ডিয়া তহবিলে ১০০০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?