আটক যুবককে হাসপাতালের কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।খবর পাঠানো হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে। পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছে পশ্চিম থানার পুলিশ।উল্লেখ্য আইজিএম এবং জিবি হাসপাতালে প্রায়ই মোবাইল এবং টাকা-পয়সা চুরির ঘটনা ঘটে চলেছে। চিকিৎসা করাতে আসা পরিবারের লোকজনদের পকেট কেটে চলেছে এইসব চোরেরা।