দীর্ঘ এই শাসনামলে ২০০৮ সালের অর্থনৈতিক সংকট, এর এক বছর পর গ্রিসের ঋণ সংকট এবং পাঁচ বছর আগে অভিবাসী সংকটের মধ্যেও জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কান্ডারি হয়ে থেকেছেন মের্কেল।
কিন্তু সব সংকট ছাপিয়ে কভিড-১৯ মহামারী ২০২০ সালকে সবচেয়ে কঠিন করে তুলেছে ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে মের্কেল বলেন, ‘আমি একটুও বাড়িয়ে বলছি না। গত ১৫ বছরে কখনোই বিদায়ী বছরকে এত ভারী মনে হয়নি। আবার শত উদ্বেগ আর কিছু সমালোচনার পরও কোনো নতুন বছরের জন্য এত আশা নিয়ে কখনো অপেক্ষা করিনি। ’ রয়টার্স জানিয়েছে, ১,০০১ ডেলিগেটসের দ্বারা এদিন সিডিইউ নেতা নির্বাচিত হবেন।
নতুন নেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জে সামনের নির্বাচন। জার্মানিতে এ বছর সেপ্টেম্বরেই নির্বাচন হওয়ার কথা রয়েছে। মের্কেলের দলই পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন জিতবে বলে আশা করা হচ্ছে।