‘আইন বাতিল ছাড়া আর কী চান বলুন’, বৈঠকের আগেই কৃষকদের শর্ত দিলেন কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারি।। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে কৃষকদের ন’দফার বৈঠক ব্যর্থ হয়েছে। আগামী মঙ্গলবার দু’পক্ষের মধ্যে দশম দফার আলোচনা হওয়ার কথা। দিল্লি সীমান্তে কনকনে ঠান্ডায় টানা ৫৩ তিন ধরে অবস্থান বিক্ষোভের পরেও আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। রবিবার এই প্রসঙ্গে সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

তিনি বলেন, ‘বেশিরভাগ কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা আমাদের নয়া তিন কৃষি আইনের পক্ষে। আমরা আশা করছি, কৃষকরা আইনের ধারা ধরে তাঁদের আর কী দাবি তা বলবেন আগামী বৈঠকে। আইন বাতিল ছাড়া সব দাবি শুনতে কেন্দ্র’। উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রের এই তিন নয়া কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

কেন্দ্র এতদিন পরেও সমস্যার সমাধান করতে না পারায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে, কৃষকদের সঙ্গে আলোচনার জন্য চার সদস্যের এক কমিটি গড়ে দিয়েছে শীর্ষ আদালত। কৃষকরা আবার এই কমিটির সঙ্গে বৈঠকে বসতে নারাজ। তাঁদের অভিযোগ কমিটির প্রত্যেকেই কৃষি আইনের সমর্থক। ইতিমধ্যেই এই কমিটি থেকে পদত্যাগ করেছেন ভূপিন্দর সিং মান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?