তিনি বলেন, ‘বেশিরভাগ কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা আমাদের নয়া তিন কৃষি আইনের পক্ষে। আমরা আশা করছি, কৃষকরা আইনের ধারা ধরে তাঁদের আর কী দাবি তা বলবেন আগামী বৈঠকে। আইন বাতিল ছাড়া সব দাবি শুনতে কেন্দ্র’। উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রের এই তিন নয়া কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
কেন্দ্র এতদিন পরেও সমস্যার সমাধান করতে না পারায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে, কৃষকদের সঙ্গে আলোচনার জন্য চার সদস্যের এক কমিটি গড়ে দিয়েছে শীর্ষ আদালত। কৃষকরা আবার এই কমিটির সঙ্গে বৈঠকে বসতে নারাজ। তাঁদের অভিযোগ কমিটির প্রত্যেকেই কৃষি আইনের সমর্থক। ইতিমধ্যেই এই কমিটি থেকে পদত্যাগ করেছেন ভূপিন্দর সিং মান।