তবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে রোহিত শর্মার উইকেট হারিয়েই কিছুটা পিছিয়ে থাকল দলটি।
শনিবার ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির দাপট দেখিয়েছে। তৃতীয় সেশনের খেলা পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে।
এর আগে আগের দিনের ৫ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া আর ৯৫ রান যোগ করে অলআউট হয়ে যায়। ৩৬৯ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। অধিনায়ক টিম পেইন ৫০ ও ক্যামেরন গ্রিন ৪৭ রান করেন। আগের দিন ১০৮ রানের ইনিংস খেলেছিলেন মারনাস লাবুশেন।
জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে দারুণ শুরু পেয়েছিল। ১ উইকেটে ৬০ রান তুলে ফেলে দলটি। কিন্তু রোহিতের উইকেটই পরে অস্ট্রেলিয়াকে দিন শেষে এগিয়ে রেখেছে।
৪৪ রান করা রোহিতকে তুলে নিয়েছেন নাথান লায়ন। ২ উইকেটে ৬২ রান করে চা বিরতিতে যায় ভারত। এরপর ভারী বৃষ্টিতে আর খেলা হতে পারেনি।
চেতেশ্বর পূজারা ৮ ও অজিঙ্কা রাহানে ২ রান নিয়ে রবিবার তৃতীয় দিন শুরু করবেন। এখনো ৩০৭ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জেতার পর দ্বিতীয় টেস্ট জিতে নেয় ভারত। তৃতীয় টেস্ট ড্র হয়।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩৬৯: লাবুশেন ১০৮, পেইন ৫০; নটরাজন ৩-৭৮, সুন্দর ৩-৮৯
ভারত ৬২-২: রোহিত ৪৪; লায়ন ১-১০।