তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ডলের নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা অবরোধকারী শ্রমিকদের আশ্বস্ত করেছেন অবিলম্বে ওএনজিসির সাইটে কর্মরত শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।শ্রমিকরা জানিয়েছে বিএমএস নেতা এবং মণ্ডল নেতারাই তাদেরকে ওএনজিসি সাইটে নিযুক্ত করেছিল।
দীর্ঘ দেড় মাস ধরে মজুরি টাকা না পাওয়ার কারণেই তারা বাধ্য হয়ে পথ অবরোধ আন্দোলনে শামিল হয়। তাতে টনক নড়ে বিএমএস নেতৃবৃন্দ এবং মন্ডল নেতৃবৃন্দের।অবিলম্বে বকেয়া মজুরি টাকা মিটিয়ে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।