বিএসএফের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ খোয়াইয়ে

স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৬ জানুয়ারি।। বিএসএফের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে খোয়াইয়ের শিঙছড়ার দীপ জ্বেলে যাই এলাকার প্রমিলা বাহিনী পথ অবরোধ করে। সংবাদ সূত্রে জানা গেছে ওই এলাকায় কাঁটাতারের বেড়ার গেট দীর্ঘ এক মাস ধরে বন্ধ করে রেখেছে বিএসএফ।সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে ভারতীয় কৃষকদের প্রচুর ফসল রয়েছে। কাঁটাতারের বেড়ার গেট বন্ধ করে রাখায় চাষীরা তাদের ফসল ঘরে তুলতে পারছে না।

ফলে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ওইসব এলাকার চাষীরা।বিএসএফের সঙ্গে এসব বিষয়ে স্থানীয় লোকজন বারবার যোগাযোগ করা সত্ত্বেও কাঁটাতারের বেড়ার গেট খুলে দেওয়া হচ্ছেনা। তাতে ক্ষুব্দ হয়ে এলাকার প্রমিলা বাহিনী বিএসএফের ভূমিকার প্রতিবাদে পথ অবরোধে শামিল হয়।এলাকাবাসী জানান করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতেও প্রতিদিন এক ঘণ্টা করে সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট খুলে দেয়া হতো।

তখনো তারা কাঁটাতারের গেট পারাপার হয়ে চাষাবাদ এবং ফসল নিয়ে আসতে পারতো।গত একমাস ধরে কাঁটাতারের বেড়ার গেট পুরোপুরি বন্ধ করে রাখায় ওপারের ফসল কৃষকরা নিয়ে আসতে পারছেনা। চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।তাতে কৃষিনির্ভর পরিবারগুলো আর্থিক দিক দিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।চাষাবাদ করতে না পারায় এমন ফসল ঘরে তুলতে না পারায় কৃষক পরিবার গুলির মধ্যে অনাহার-অর্ধাহার দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে।অবিলম্বে কাঁটাতারের বেড়ার গেট খুলে দেওয়ার দাবিতে এলাকার মহিলারা পথ অবরোধ আন্দোলনে সামিল হন।

অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে ছুটে যান।এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলে আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন।এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?