সাপটি আকারে তেমন বড় না হলেও তার গতিবেগ ছিল । অনেকেই দেখে চিনতে পারে যে সাপটি অজগরের বাচ্চা । কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় অজগরের বাচ্চা কোথায় থেকে আসলো। খবর দেওয়া হয় বনদপ্তরকে । দীর্ঘ সময়ের পর বনদপ্তর এর লোকেরা ছুটে আসে । অজগরের শাবটিকে উদ্ধার করে নিয়ে যায়।