একই সঙ্গে এই কংগ্রেস নেতা প্রশ্ন তুললেন, যদি কোনও ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ হয় তাহলে চিকিৎসকদের একাংশ কেন তা নিতে অস্বীকার করছেন? এদিন এই কংগ্রেস নেতা করোনার দুটি ভ্যাকসিনকে ‘বিজেপির টিকা’ বলে কটাক্ষ করেন। উল্লেখ্য, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি কেভিশিল্ড দিয়ে ভ্যাকসিন দেওয়ার সূচনা হয়েছে দেশে। কোভিশিল্ড ছাড়াও কোভ্যাকসিনকেও ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। কোভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন রয়েছে।
কংগ্রেস-সহ অনেকেই প্রশ্ন তুলেছেন, কোভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। তার আগেই কিভাবে এই টিকাকে কার্যকর, সুরক্ষিত ও নিরাপদে বলে চিহ্নিত করা হল? ঘটনার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় নরওয়ের ঘটনার কথা টেনে আনেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। তিনি বলেন, টিকা নিয়ে তাদের যে সন্দেহ সেটা কাল্পনিক নয়। বাস্তবে নরওয়েতে কী ঘটে গেল সেটা সবাই দেখেছেন। আমরা আতঙ্ক তৈরির জন্য কখনওই টিকা নিয়ে প্রশ্ন তুলছি না। সরকারের উচিত নয়, জাতীয়তাবাদের বুলি আউড়ে টিকা সংক্রান্ত তথ্য গোপন করা।
অন্যদিকে বিজেপি পাল্টা দাবি করেছে, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করতে ইচ্ছাকৃতভাবেই এ ধরনের বক্তব্য রাখছে বিরোধীরা। বিরোধীরা বিজ্ঞানী ও গবেষকদের অপমান করছেন। তাঁদের কৃতিত্বকে ছোট করছেন। উল্লেখ্য, টিকাকরণের প্রথম দিনে দেশজুড়ে ১ লক্ষ ৯১ হাজার ১৮১ জন করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।