প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত জানান এক নরেন্দ্রর নেতৃত্বে একদিন ভারত জগত গুরুর আসনে বসার স্বপ্ন দেখেছিল। বর্তমানে আরেক নরেন্দ্রর নেতৃত্বে সেই স্বপ্ন সার্থক হয়েছে। বর্তমানে ভারতবর্ষ জগত গুরুর আসনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এইদিনটির জন্য সকলে অপেক্ষা করছিল। একটা মহামারির সন্মুখিন হতে হয়েছিল সমগ্র মানবজাতিকে। করোনা ভ্যাক্সিনের অপেক্ষায় ছিল সকলে।
শনিবার করোনা ভ্যাক্সিনের সর্ববৃহৎ কর্মসূচী শুরু হয়েছে নরেন্দ্র মোদীর হাত ধরে। আগে করোনার যোদ্ধাদের নানান ভাবে সম্মান জানানো হয়েছে। কিন্তু এখন সকলে অনুভব করছে করোনার যোদ্ধা যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। তাই এইদিন প্রদীপ প্রজ্জলন করে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।