বিবিসি জানায়, কেউ যুক্তরাজ্যে আসতে চাইলে তাকে বিমান ওঠার আগে অবশ্যই কভিড নেগেটিভের প্রমাণ দেখাতে হবে।
ব্রাজিলে করোনার নতুন ধরন চিহ্নিত হওয়ার পর শুক্রবার দক্ষিণ আমেরিকা ও পর্তুগালের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর সঙ্গে এলো নতুন এ ঘোষণা। জনসন জানান, নতুন এ নিয়ম কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
ইতিমধ্যে দেশটিতে করোনায় ৮৭ হাজার ২৯১ জন মারা গেছে। শুক্রবার ৫৫ হাজার ৭৬১ জন নতুন রোগী চিহ্নিত হয়েছে, যা আগের দিন ছিল ৪৮ হাজার ৬৮২ জন। এ মহামারিতে সারা বিশ্বে ২০ লাখের বেশি মারা মানুষ গেছে।
ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জনসন বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ এই সময়ে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা। দিনের পর দিন আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য এমন সব পদক্ষেপ নিচ্ছি। ”
“আমরা করোনাভাইরাসের টিকার ব্যাপারে আশাবাদী এবং একই সঙ্গে নতুন যে স্ট্রেইন দেশের বাইরে থেকে আসছে সেটা বন্ধ করার জন্য আমাদের অবশ্যই অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি। ”
ভ্রমণের সব ধরনের পথ সোমবার স্থানীয় সময় সোমবার ভোর চারটা থেকে বন্ধ থাকবে। এর পর যারা যুক্তরাজ্যে আসবে তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে যদি না তাদের ৫ দিন পর নেগেটিভ রেজাল্ট আসে।