পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি পরিচিত এক ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে। এরপর ওই ব্যক্তি এবং তার ৬ বন্ধু মিলে দু’দিন ধরে ধর্ষণ করে। এরপর নাবালিকাকে ছেড়ে দেওয়ার সময় তাঁকে হুমকি দেওয়া হয়, কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। এখানেই ক্ষান্ত থাকেনি দুষ্কৃতীরা। ছয় দিন পর ১১ তারিখ ফের ওই নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করে। দুই ট্রাক চালকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। পরের দিন কোনও রকমভাবে পালিয়ে পরিবারকে জানায় সমস্ত ঘটনা জানায় ওই নাবালিকা। এরপর পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ দায়ের করে। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
মধ্য প্রদেশের একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসায় স্বভাবতই কোণঠাসা বিজেপি। সাধারণ মানুষকে সচেতন করতে ‘সম্মান’ কর্মসূচি চালানো হয় সরকারের তরফ থেকে। তারপরও যে নারী নির্যাতনের দৃশ্যের কোনও পরিবর্তন হয়নি, উমারিয়ার ঘটনায় তার প্রমাণ।