ত্রিপুরাকে মৎস্যচাষে স্বয়ম্ভর করতে সরকার পরিকল্পনা নিয়েছে : মৎস্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৬ জানুয়ারি।। মাছ চাষ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷ মাছচাষের সঙ্গে সমাজের যে অংশের মানুষ জড়িত তাদের আর্থসামাজিক মানোন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে৷

আজ অমরপুর মহকুমার অম্পি ব্লকের ছেঁচুয়া বাজারে খুচরা মাছ ব্যবসায়ীদের নবনির্মিত মৎস্য শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করে মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা একথা বলেন৷

তিনি বলেন, ত্রিপুরাকে মৎস্যচাষে স্বয়ম্ভর করার জন্যে রাজ্যের বর্তমান সরকার নানা পরিকল্পনা নিয়েছে৷ এই পরিকল্পনার সফল রূপায়ণের মাধ্যমে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে৷ এই প্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান৷

অনুষ্ঠানে তাছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সিন্ধ চন্দ্র জমাতিয়া, মহকুমা শাসক বিজয় সিনহা, মৎস্য দপ্তরের যুগ্ম অধিকর্তা অবনি দেববর্মা প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের উপধিকর্তা সুুজিত সরকার৷

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছেঁচুয়া এডিসি ভিলেজের চেয়ারপার্সন শ্রাবণ লক্ষী জমাতিয়া৷ উল্লেখ্য, আর আই ডি এফ প্রকল্পে এই বাজার শেডটি নির্মাণে ব্যয় হয়েছে ২১ লক্ষ ১৩ হাজার টাকা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?