অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারি।। নরেন্দ্র মোদি সরকারের তৈরি করা তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। অন্যদিকে কেন্দ্র আইন প্রত্যাহার না করার সিদ্ধান্তে অটল। এই পরিস্থিতিতে তিন কৃষি আইন নিয়ে একটি সমাধান সূত্র বের করতে ইতিমধ্যে কৃষক ও সরকারের সঙ্গে নয় দফায় বৈঠক হয়েছে। কিন্তু এখনও মেলেনি সমাধান সূত্র। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে। নয় দফা বৈঠকের পরেও সমাধান সূত্র না মেলায় কৃষকরা জানালেন, তাঁরা অন্য কোনও মন্ত্রীর সঙ্গে নয়, সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।
প্রধানমন্ত্রী যদি সরকারের পক্ষ থেকে আলোচনায় না বসেন তবে আর তাঁরা নতুন করে বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না। কারণ অন্য কোনও মন্ত্রীর সঙ্গে কথা বললে এই সমস্যার সমাধান হবে না। শুক্রবার কৃষকদের সঙ্গে সরকারের নবম বৈঠক ব্যর্থ হয়েছে। ১৯ জানুয়ারি ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবেন কৃষকরা। কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটাই সরকারের সঙ্গে শেষ দফার আলোচনা। নবম দফার বৈঠকের পর কৃষক সংগঠনগুলির নেতারা দাবি করেছেন, শুক্রবারের বৈঠক ১০০- নয় ১২০ শতাংশ ব্যর্থ হয়েছে।
তাই তাঁরা আর নতুন করে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান না। ১৯ জানুয়ারি যদি কথা বলতেই হয় তবে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবেন। উদ্ভূত সমস্যা সমাধান করতে সুপ্রিম কোর্ট চার সদস্যের একটি কমিটি তৈরি করে দিয়েছিল। ওই কমিটির সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু ইতিমধ্যেই ওই কমিটি থেকে পদত্যাগ করেছেন ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা ভূপিন্দর সিং মান।
কৃষকদের দাবি, ওই কমিটির অন্য সদস্যরা আইনের পক্ষেই কথা বলছেন। তাই তাঁদের সঙ্গে আলোচনায় বসে কোনও লাভ নেই। কৃষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওই তিন আইন প্রত্যাহার করার দাবি থেকে তাঁরা কখনওই সরে আসবেন না। আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী। তাই কেন্দ্রীয় সরকারের অন্য কোনও মন্ত্রীর সঙ্গে নয়, তাঁরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।