স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জানুয়ারি।। রাজ্যের ৬০টি বিধানসভা ক্ষেত্রের জন্য ১ জানুয়ারি, ২০২১ তারিখকে ভিত্তি বর্ষ ধরে চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে৷ আজ প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার রয়েছেন ২৬ লক্ষ ৮৬ হাজার ৩২৩ জন৷ এরমধ্যে মহিলা ভোটার ১৩ লক্ষ ২৭ হাজার ৭৮৯ জন৷ পুরুষ ভোটার ১৩ লক্ষ ৫৮ হাজার ৫০২ জন৷ তৃতীয় লিঙ্গের ভোটার ৩২ জন৷ আজ প্রকাশিত তালিকা অনুযায়ি সার্ভিস ভোটার আছেন ১০ হাজার ১৪৩ জন৷ এরমধ্যে মহিলা ১৬২ জন, পুরুষ ৯ হাজার ৯৮১ জন৷
চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের ৩,৩২৪টি ভোটকেন্দ্র, সব তহশীল অফিস, সব ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার-র (এসডিএম) অফিস, সব ডিস্ট্রিক্ট ইলেকশন আফিসারের (ডিএম এণ্ড কালেক্টর) অফিসে দেখতে পাওয়া যাবে৷ এই তালিকা মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইট ন্দ্রন্দ্রন্দ্রঙত্বত্র দেখতে পাওয়া যাবে বলে নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে৷