অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারি।। শবিবার দেশজুড়ে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করোনার টিকা কোভিশিল্ড এবং ডারত বায়োটেকের টিকা কোভ্যাকসিন দিয়ে টিকাকরণ শুরু হল।
এদিন সেরামের সিইও আদর পুনাওয়ালা নিজেও তাঁর সংস্থার তৈরি টিকা নেন। টিকা নেওয়ার পর আদর টুইট করেন, এই টিকাকরণে দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চয়ই সাফল্য পাবেন।
একই সঙ্গে তিনি টুইটে বলেন, এই টিকাকরণ এক ঐতিহাসিক কর্মসূচির একটি অংশ। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে আমি নিজেও আজ টিকা নিয়েছি। সংস্থার সিইও হিসেবে আদর নিজে টিকা নেওয়ায় দেশের মানুষের মনোবল আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অনেকেই টিকার কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
যেভাবে তড়িঘড়ি করে করোনার টিকা বাজারে আনা হয়েছে সেই টিকা কতটা সুরক্ষিত ও নিরাপদে অনেকের মনেই তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে সংস্থার প্রধান হিসেবে আদর যেভাবে সকলের সামনে টিকা নিয়েছেন তা দৃষ্টান্ত মূলক বলে মনে করা হচ্ছে।
অনেকেই মনে করছেন, এভাবে সকলের সামনে নিজের সংস্থার তৈরি টিকা নিয়ে মানুষের মনোবল অনেক গুন বাড়াতে সফল হয়েছেন সংস্থার সিইও আদর পুনাওয়ালা।
গত মাসেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সমস্ত কিছু খতিয়ে দেখার পর জানিয়েছিল যে, সেরামের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন যথেষ্ট নিরাপদ এবং সুরক্ষিত। মানুষের শরীরে প্রয়োগ করা হলে এই দুই টিকার কোন খারাপ পার্শপ্রতিক্রিয়া হবে না।
কিন্তু ভারত বায়োটেকের টিকার এই মুহূর্তে তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। সেই পরীক্ষার ফলাফল হাতে আসার আগেই এই টিকাকে নিরাপদ বলে ঘোষণা করায় দেশবাসীর মনে সন্দেহ তৈরি হয়। মানুষের এই সন্দেহের নিরসন করতে সেরাম কর্তা যেভাবে নিজেই সকলের সামনে আজ টিকা নিয়েছেন তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।