অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারি।। দীর্ঘ প্রতিক্ষার অবসান শেষে শনিবার থেকেই ভারতে শুরু হয়েছে করোনার টিকাকরণ। কিন্তু এরই মাঝে এল কোভিড ভ্যাক্সিনেশন নিয়ে আতঙ্কের খবর। তবে এখবর বিদেশের।
জানা গিয়েছে, করোনা টিকা নিয়ে নরওয়েতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৩। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সে দেশে। উল্লেখ্য, ডিসেম্বর থেকে নরওয়েতে শুরু হয়েছে করোনার টিকাকরণ। দেওয়া হয়েছে ফাইজারের টিকা। জানা গিয়েছে, এই টিকা নেওয়ার পরেই বেশকয়েকজনের শরীরে অসুস্থতা দেখা যায়। শুরু হয় ডায়রিয়া, জ্বর, বমি।
তবে নরওয়েতে এই আতঙ্কের মাঝেই ভারতে শনিবার করোনা টিকাকরণ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ‘ভারতে করোনা টিকা সম্পূর্ণ নিরাপদ। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই’। উল্লেখ্য, দেশে করোনার টিকাকরণের জন্য কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা ছাড়পত্র দিয়েছে সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’।
ভারতের ডিসিজিআই ভিজি সোমানি জানিয়েছেন, এই দুই টিকাই ১১০ শতাংশ নিরাপদ। খুব বেশি হলে টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রায়া স্বরূপ সামান্য জ্বর, বমি হতে পারে। এর বেশি কিছু নয়।
উল্লেখ্য, এদিন ভারতে যে করোনা টিকাকরণ শুরু হয়েছে তার জন্য বেছে নেওয়া হয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি ‘কোভিশিল্ড’কে বিশেষজ্ঞরা বলছেন এই টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভবনা প্রায় নেই। আর হলেও তা ৪-৭ দিনের মধ্যে হবে। ২৮ দিনের ব্যবধানে এই টিকার দুটি ডোজ নিতে হবে।